স্বাধীনতা তুমি কি
কখনো হবে এই অদমে বিলীন
নাকি উত্তপ্ত পিচঢালা পথ
হবে রক্তে রক্তাক্ত রঙ্গীন,
স্বাধীনতা তুমি কি
কখনো নুয়ে পড়া লজ্জাবতী কাঁটা
নাকি বালিকার আত্মচিৎকার বদ্ধঘর
হবে নীলিমার নীল নীলাঞ্জনার ভাটা,
স্বাধীনতা তুমি কি
কখনো রবে কৃষকের মুখে হাসি
নাকি উজানে পালিয়ে যাওয়া স্রোত
হবে কালো কালান্তর কালিয়া রাশি,
স্বাধীনতা তুমি কি
কখনো সইবে বেকারের অর্থ
নাকি এলিট মঞ্চের মুখো বানী
হবে লাল লালার লালায়িত ব্যর্থ,
স্বাধীনতা তুমি কি
কখনো বইবে নিরীহের নিপীড়ন
নাকি জনদরদী তারার ঝলকানি
রইবে ডুব ডুবরীর ডুবন্ত বিচরণ,
স্বাধীনতা তুমি কি
কখনো পাবে ত্রিশ লক্ষের স্বাদ
নাকি কালচে মেঘের আড়ালে ধূমকেতু
যাবে! না নিয়ে নেমন্তন অন্তিম বিষাদ,
স্বাধীনতা তুমি কি
কখনো আসিবে মিলন সুখের রজনী
নাকি বই পৃষ্ঠে অংকিত শুধু ইতিহাস
কবে হবে জীব জীবন্ত জীবিকায় সৃষ্টিতে ধরণী
স্বাধীনতা তুমি কি
কখনো ফুটবে সুভাসিত রজনীগন্ধা ফুল
নাকি তোমার-আমার হাতে ঐ দেশের মিষ্টি নেশা
হবে বিষ বিশেষণে বিষায়িত সমাজকুল!
loading...
loading...
স্বাধীনতার স্বাদ প্রত্যাশা পূরণ হোক নিরহ লোকের
loading...
স্বাধীনতা তুমি কি
কখনো হবে এই অদমে বিলীন
নাকি উত্তপ্ত পিচঢালা পথ
হবে রক্তে রক্তাক্ত রঙ্গীন।
দেশ ভালো থাক; দেশের মানুষ ভালো থাক, এই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
loading...
অসাধারণ লেখনী
loading...